বিশ্বকাপের দল ঘোষণা আগামীকাল

আগামী মাসের শুরুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ১ মে দল ঘোষণার তারিখ নির্ধারণ করে দিয়েছিল।

নির্ধারিত তারিখের মধ্যেই দল চূড়ান্ত করেছে আসরে অংশ নিতে যাওয়া ২০টি দল। তবে চলতি মাসের ২৫ তারিখের মধ্যে দলে পরিবর্তন করা যাবে।

তবে বাংলাদেশ, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ আইসিসির কাছে দল চূগান্ত করে পাঠালেও এখনও ঘোষণা করেনি। আগামীকাল রোববার বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সব কিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপরারেশন্সের সবুজ সংকেত পেলেই আমরা দিব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল ম্যাচ শেষে বিকেলের হয়তোবা দল ঘোষণা করব আমাদের নির্দেশ দেওয়া হলে।’

বিসিবির সহকারী নির্বাচক হান্নান সরকার দল ঘোষণা প্রসঙ্গে বলেন, ‘আমরা প্রস্তুত আছি দল ঘোষণা করার জন্য। বাকিটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু কাল ম্যাচ আছে বোর্ড যখন বলবে তখন দল দিব। সেটা কাল হোক আর পরশু হোক।’

 

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...