বিশ্বকাপ ক্রিকেট : এখন কি ‘দুয়ে দুই’ করেই ধরমশালা ছাড়তে পারবে বাংলাদেশ?

শনিবার ধরমশালার গ্যালারিতে বাংলাদেশ সমর্থকরা

ছবির উৎস, ICC

ছবির ক্যাপশান,

শনিবার ধরমশালার গ্যালারিতে বাংলাদেশ সমর্থকরা

বিশ্বকাপে বাংলাদেশের জন্য ‘বাস্তবসম্মত’ লক্ষ্যটা ঠিক কী হতে পারে, সে প্রসঙ্গে কোচ চন্ডিকা হাতুরাসিংহে-র সাম্প্রতিক এক মন্তব্য নিয়ে দিনকয়েক আগেই বেশ হইচই হয়েছিল।

চন্ডিকা কিন্তু গতকালও (শুক্রবার) তার সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়েছিলেন, রাউন্ড রবিন পর্যায়ে ‘অন্তত চার থেকে পাঁচটা ম্যাচ জিতে’ দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়াই তার প্রথম লক্ষ্য।

রাউন্ড রবিনে (মানে যেখানে সব দল সবার সাথে খেলবে) তাদের মোট ন’টা ম্যাচের মধ্যে বাংলাদেশ যে চার-পাঁচটা ম্যাচকে জেতার জন্য মূলত টার্গেট করেছে, আফগানিস্তান তার মধ্যে অবশ্যই একটা ছিল।

সেই প্রথম টার্গেটটা প্রায় ফুল মার্কস পেয়ে লক্ষ্যভেদ করার পর বাংলাদেশ দল শনিবার রাতে ধরমশালায় যে নিশ্চিন্তে ঘুমোবে, তা বলার অপেক্ষা রাখে না।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *