বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন বহাল হাইকোর্টে

বুয়েট শিক্ষার্থী
আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ আসামির
মৃত্যুদণ্ড ও পাঁচ জনের যাবজ্জীবনের দণ্ড বহাল রাখায় তার বাবা ও ভাই সন্তোষ প্রকাশ করেছেন।

রায় শুনে গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানিয়েছেন আবরার ফাহাদের বাবা বরকতউল্লাহ। তিনি দাবি করেন, নিম্ন আদালতের
রায় হাইকোর্ট বহাল রেখেছেন। এই রায়টা যাতে দ্রুত কার্যকর হয়।

তিনি আরো বলেন, “বাবা – মা কষ্ট
করে সন্তানকে পড়ালেখা শেখানোর জন্য পাঠায়। আমাদের শিক্ষার্থীদের কাছে আবেদন করবো, তারা যাতে খারাপ রাজনীতির সাথে না জড়ায়।”

অন্যদিকে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আগের রায়
যেহেতু বহাল রেখেছে, অবশ্যই আমরা
সন্তুষ্ট। আমরা আশা করব, বাকি যে
প্রক্রিয়াগুলো আছে, দ্রুত তা সম্পন্ন করে রায় কার্যকর করা হবে।

এদিকে আইনজীবীরা বলছেন, হাইকোর্টের এই রায়ের ব্যাপারে আসামিদের আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে ।

হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুনতাসির আল জেমির
পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে আবরার ফাহাদের পরিবার।

মামলার শুনানি চলাকালে গত
মাসে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানান, আসামি জেমি গত বছরের ৬ই
অগাস্ট কারাগার থেকে পালিয়ে যান।

আবরার হত্যা মামলার রায়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের রায়ের মধ্য দিয়ে সমাজে এই বার্তা গেল যে, আপনি যত শক্তিশালী হন না কেন সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। ন্যায় বিচার হবেই।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...