বেনাপোল দিয়ে এল ৬১ হাজার ৯৫০ ভারতীয় ডিম

বেনাপোল দিয়ে প্রথম দিনে ৬১ হাজার ৯৫০ ভারতীয় ডিম আমদানি করেছে বিডিএস করপোরেশন ঢাকা নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠান।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে এ ডিমের চালান বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এদিকে ডিমের চালানটি বেনাপোল বন্দর থেকে খালাস নিতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছে এমি এন্টারপ্রাইজ নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

 

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১৫ কোটি ডিম আমদানির জন্য ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছেন।

 

যার প্রতিটি ডিমের আমদানি মূল্য দেখানো হয়েছে ৫ টাকা ৪৩ পয়সা। এর উপর সরকারি শুল্ক এক টাকা ৮০ পয়সা।

এলসি খরচ, রপ্তানি খরচ, পোর্ট চার্জ, সিঅ্যান্ডএফ চার্জ, পরিবহন খরচ ধরলে নয় টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে থাকবে। এসব ডিম বাজারে বিক্রি হবে প্রতি পিস ১২ টাকা করে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে আমদানি করা ডিমের চালানটি বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *