ব্রিটেনের নির্বাচনে বিশাল জয়ের পথে লেবার পার্টি, টোরিরা শোচনীয় পরাজয়ের মুখে

স্যার কিয়ের স্টারমার কথা বলছেন সাংবাদিকদের সাথে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, স্যার কিয়ের স্টারমার কথা বলছেন সাংবাদিকদের সাথে

বিবিসি পূর্বাভাসে বলা হয়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি ভূমিধস জয় পেয়েছে এবং এর অর্থ হলো স্যার কিয়ের স্টারমার দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

নিজের আসনে জয়ের পর মি.স্টারমার বলেছেন ‘পরিবর্তনের সূচনা হলো এখান থেকেই..এটা আমাদের জন্য দেয়ার সময়’।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন মি. স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।

রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ এবার প্রথম বারের মতো এমপি নির্বাচিত হলেন। এছাড়া লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিনও নিজের আসনে জয় পেয়েছেন। জর্জ গ্যালাওয়ে নিজের আসনে হেরে গেছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...