ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য পাকিস্তানের নওয়াজ শরিফের ‘উষ্ণ বার্তার’ অর্থ কী?

ছবিটি ২০১৫ সালে তোলা  যখন নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তানের লাহোর সফরে এসেছিলেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ছবিটি ২০১৫ সালে তোলা যখন নরেন্দ্র মোদী হঠাৎই পাকিস্তানের লাহোর সফরে এসেছিলেন।

অবসরের শেষ সপ্তাহে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সি এ রাঘবন ভারতের তৎকালীন বিদেশ সচিব এস জয়শঙ্করের ফোন পেয়ে বেশ অবাক হয়েছিলেন। পাকিস্তানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য তাকে প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন মি. জয়শঙ্কর, যিনি এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

ঘটনাটি ২০১৫ সালের ২৫শে ডিসেম্বরের। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হঠাৎই লাহোরে যান এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

তৎকালীন ভারতীয় হাইকমিশনার সিএ রাঘবন তার বই ‘দ্য পিপল নেক্সট ডোর’-এ লিখেছেন, নরেন্দ্র মোদী কাবুল থেকে দিল্লি ফিরছিলেন। এই লাহোর সফর তার কর্মসূচির অংশ ছিল না।

তবুও তিনি লাহোর গিয়েছিলেন “তার রাজনৈতিক স্বার্থের চেয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য।”

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...