ভারতের ভোটের ফল ঘোষণার দিন শেয়ার বাজারে ধস কেন নামল?

বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিএসই বা বম্বে স্টক এক্সচেঞ্জ

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল যে দিন ঘোষণা হচ্ছিল, সেদিন দেশের শেয়ার বাজারে সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বড় ধস নেমেছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সাকেত গোখলে এই ধস নামার পিছনে বিজেপির হাত আছে কি না, তার তদন্ত দাবি করেছেন।

তারা বলছেন, গত শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর যে বুথ-ফেরত সমীক্ষা বা এক্সিট পোল ঘোষণা করেছিল বিভিন্ন টিভি চ্যানেল, তাতে দেখা যায় যে নরেন্দ্র মোদী বিপুল ভোটে জিতে আবারও ক্ষমতায় আসবেন।

তার ভিত্তিতেই সোমবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স, নিফটি সব সূচকই দ্রুত চড়তে থাকে।

অতি-উৎসাহী হয়ে কয়েক লক্ষ সাধারণ মানুষ শেয়ার বাজারে বাড়তি বিনিয়োগ করেছিলেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...