ভারতের ভোট : এই মারাত্মক গরমে নির্বাচনের জন্য দায়ী যে নেতা

পশ্চিমবঙ্গে একটি দলের রাজনৈতিক সভার আগে গাছতলায় বিশ্রাম নিচ্ছেন কর্মী-সমর্থকরা। মার্চ ২০২৪

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পশ্চিমবঙ্গে একটি দলের রাজনৈতিক সভার আগে গাছতলায় বিশ্রাম নিচ্ছেন কর্মী-সমর্থকরা। মার্চ ২০২৪

বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে ১লা জুন পর্যন্ত মোট সাতটি ধাপে অনুষ্ঠিত হবে পরবর্তী তথা ১৮তম সংসদীয় নির্বাচন। দেশটিতে সবচেয়ে তীব্র গরমের মাস যেগুলো, ঘটনাচক্রে ঠিক তখনই অনুষ্ঠিত হচ্ছে গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসব।

অথচ এর আগে, মাঝে দু-একটা ব্যতিক্রম বাদ দিলে, গত শতাব্দী পর্যন্ত ভারতে সাধারণ নির্বাচন কিন্তু শরৎ বা শীতের মনোরম আবহাওয়াতেই হয়ে এসেছে।

কিন্তু দু’দশকের ওপর হলো চরম গ্রীষ্মেই ভারতে লোকসভার ভোট হচ্ছে। যার ফলে ২০০৪ থেকে শুরু করে এই নিয়ে টানা পঞ্চমবার এই অসহ্য গরমে ভারতীয়দের ভোটের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে।

আর এই যে এত গরমে ভোট হচ্ছে– তার জন্যও বোধহয় দায়ী করা চলে দেশের একজন সুপরিচিত রাজনীতিবিদকে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...