ভারতে নির্বাচন: হিন্দু-মুসলমান ইস্যু এনে কি মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন মোদী?

নরেন্দ্র মোদী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নরেন্দ্র মোদী কি হিন্দু-মুসলমান মেরুকরণের চেনা রাজনীতিতে ফিরছেন? – প্রতীকী চিত্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২১শে এপ্রিল রাজস্থানে তার একটি নির্বাচনী জনসভায় ধর্মের প্রসঙ্গ টেনে আনার পর, গত দুইদিনে দুইটি পৃথক সভায় আবার ধর্মের প্রসঙ্গ তুলেছেন।

সোমবার রাজস্থানেরই আরেকটি এবং উত্তরপ্রদেশের আলিগড়ের একটি জনসভায় একই ভাবে হিন্দু-মুসলমান, ও হিন্দু-আদিবাসী প্রসঙ্গ তুলে মি. মোদী ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন, বলে অভিযোগ করে বিরোধী দল, মানবাধিকার সংগঠন আর নির্বাচন-নজরদারি সংগঠনসমূহ।

প্রতিটি ভাষণেই মি. মোদীর নিশানায় থেকেছে কংগ্রেস দল।

এদিকে, কংগ্রেস নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণায় আদর্শ আচরণবিধি ভঙ্গের ১৬টি অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনের কাছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...