ভারতে হিমালয়ের সুড়ঙ্গ থেকে ১৭দিন পর জীবিত উদ্ধার ৪১জন শ্রমিক

১৭ দিন পরে সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল এক শ্রমিককে, তার গলায় মালা পরিয়ে দেওয়া হয়

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান,

১৭ দিন পরে সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল এক শ্রমিককে, তার গলায় মালা পরিয়ে দেওয়া হয়

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে পড়ে আটকে পড়া ৪১ জন শ্রমিককে মঙ্গলবার রাতে উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা গত ১৭ দিন ধরে সুড়ঙ্গের ভেতরে আটকিয়ে ছিলেন।

সুড়ঙ্গের ভেতরে জমে থাকা ধসের শেষ অংশটি হাতে কাটা হয়। তার আগে শ্রমিকদের উদ্ধারের প্রচেষ্টা বারে বারে বাধা পেয়েছে।

শেষমেশ মঙ্গলবার ভারতীয় সময় রাত আটটা নাগাদ প্রথম শ্রমিককে বার করে নিয়ে আসা হয়, আর বাকি সবাইকে বার করতে ঘন্টাখানেকেরও কম সময় লাগে।

প্রত্যেক শ্রমিককে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *