ভারত : ভারতে ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে অন্তত ১১৬ জনের মৃত্যু

হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ছেন নিহতদের স্বজনরা

ছবির উৎস, BBC / DHARMENDRA CHAUDHARY

ছবির ক্যাপশান, হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়ছেন নিহতদের স্বজনরা

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে এক ধর্মীয় উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ১১৬ জন ভক্তের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। নিহতদের অধিকাংশই নারী। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর প্রদেশের আলিগড় রেঞ্জ আইজি শলব্ মাথুরকে উদ্বৃত করে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ওই ঘটনায় ১১৬ মানুষ নিহত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, সেখানকার মরচ্যুয়ারিতে আর মৃতদেহ রাখার জায়গা নেই।

এর আগে সন্ধ্যায় হাথরাসের পুলিশ সুপার নিপুন আগরওয়াল বিবিসির সংবাদদাতা দিলনাওয়াজ পাশাকে নিশ্চিত করেছিলেন যে ওই দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...