মতিউর এনবিআর থেকে সরলেন কিন্তু ‘সংযুক্ত’ বা ‘ওএসডি’ কী বার্তা বহন করে

ঢাকায় এনবিআর ভবন

ছবির উৎস, NBR.GOV.BD

ছবির ক্যাপশান, ঢাকায় এনবিআর ভবন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ থেকে ডঃ মতিউর রহমানকে সরিয়ে দিয়ে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে রোববার জারি করা ওই প্রজ্ঞাপনে কোন কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে মি. রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য রোববার তিন সদস্যের একটি কমিটি করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কমিটি ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলে দুপুরে এক ব্রিফিংয়ে জানিয়েছেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন।

সম্প্রতি ঈদের আগে মুশফিকার রহমান ইফাত নামে এক তরুণ পনের লাখ টাকার ছাগল কিনে আলোচনায় আসার পর সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ওই তরুণ মি. রহমানের সন্তান। যদিও তিনি সংবাদমাধ্যমের কাছে তা অস্বীকার করেছিলেন।

পরে ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য একাধিক সংবাদমাধ্যমকে জানান যে, মি. রহমানেরই সন্তান ইফাত এবং ইফাতের মা মি. রহমানের দ্বিতীয় স্ত্রী। ওই সংসদ সদস্য জানান ইফাতের মা তার নিকটাত্মীয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...