মধ্যরাতে যে সুখবর দিলেন পরীমনি


actor

দীর্ঘদিন মাতৃত্বকালীন অবসরে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এ অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন এ নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি নতুন কাজ শুরুর জন্য চুক্তিবদ্ধও হয়েছেন।

এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন রোববারের দিনটি তার জন্য গুরুত্বপূর্ণ। তবে কী কারণে গুরুত্বপূর্ণ সে বিষয়ে কোনো আভাস তখন দেননি।

সারা দিন অনুরাগীদের পাখির চোখ ছিল অভিনেত্রীর ফেসবুকে। অথচ টু শব্দটি করেননি পরী। দিনভর নেটিজেনদের কৌতূহলে রেখে সরব হলেন আজ প্রথম প্রহরে। জানালেন সরকারি অনুদানের একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

সোমবার দিবাপূর্ব রাতে নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে উঠে এসেছে নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার মুহূর্ত।
এর পর ছবি সংশ্লিষ্টদের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন— এটা ডোডোর গল্প।

এ থেকে স্পষ্ট ডোডো গল্প নামের অনুদানের ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এটি পরিচালনার দায়িত্বে আছেন রেজা ঘটক। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ডোডোর গল্প। এর প্রযোজনার দায়িত্বে আছেন নাজমুল হক ভূঁইয়া।

 





Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *