ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দৈনিক আজকের পত্রিকার মনিরামপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন পৌর moniর সভাপতি লুৎফর রহমান।
সোমবার রাত আটটারদিকে মোবাইল ফোনে হুমকি দেন তিনি। পরপরই এ অডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পেশায় সাংবাদিক ও শিক্ষক আনোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ”লিখতে পড়তে না জানা লোকও প্রেসক্লাবের সভাপতি হয়, এটা মনিরামপুরে না দেখলে বিশ্বাস করতাম না”। এরপর উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান তাকে মোবাইল ফোনে চোখ তুলে নেয়াসহ নানা হুমকি দেন।
এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনরা বিরুপ মন্তব্য করেছেন।
মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।