মমতা ব্যানার্জী পড়ে গিয়ে গুরুতর আহত, প্রাথমিক চিকিৎসার পরে বাড়িতে

চিকিৎসার পরে কপালে ব্যান্ডেজ মমতা ব্যানার্জীর

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

চিকিৎসার পরে কপালে ব্যান্ডেজ মমতা ব্যানার্জীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার রাতে নিজের বাড়িতেই পড়ে গিয়ে আহত হয়েছেন। তার দল তৃণমূল কংগ্রেস টুইট করে এ খবর জানিয়েছে। মিজ. ব্যানার্জীকে রাজ্যের সবথেকে বড় সরকারি হাসপাতাল এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছিল। রাতে প্রাথমিক চিকিৎসার পরে বাড়িতে ফিরেছেন মুখ্যমন্ত্রী।

তার ভাইপো অভিষেক ব্যানার্জী জানিয়েছেন, মমতা ব্যানার্জীর কপালে চারটে সেলাই পড়েছে।

কোনও ইন্টার্নাল হেমারেজ হয়েছে কী না, সেটা জানতে এমআরআই স্ক্যান করা হয়েছে তার।

মিজ. ব্যানার্জীর পরিবারের সূত্রগুলি জানাচ্ছে তিনি বাড়িতে নিজের ঘরেই পড়ে যান বৃহস্পতিবার রাতে। ঘরের একটি আলমারিতে তার মাথা ঠুকে যায়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...