মালদ্বীপের সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয়ী মোহামেদ মুইজের চীনপন্থী দল

 এই জয়কে প্রেসিডেন্ট মুইজের চীন-পন্থী নীতির প্রতি সমর্থন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, পার্লামেন্ট নির্বাচনে বিপুল জয় প্রেসিডেন্ট মুইজের চীনপন্থী নীতির প্রতি সমর্থন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে জিতে ক্ষমতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)।

সাময়িক ফলাফল অনুযায়ী, ৯৩ সদস্যের প্রতিনিধি পরিষদে মি. মুইজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) পেয়েছে ৬৬টা আসন।

বিশ্লেষকদের মতে পিএনসি-র জয় চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে প্রেসিডেন্ট মুইজের নীতির প্রতিই জোরালো সমর্থন বলে মনে করা হচ্ছে।

চীনপন্থী হিসেবে পরিচিত মোহামেদ মুইজ মালদ্বীপে দীর্ঘদিন ধরে থাকা ভারতের প্রভাব কমাতে চান।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...