মুঘল সম্রাট আওরঙ্গজেব ও হীরাবাঈয়ের ভালোবাসার গল্প

শাহজাদা ও কিশোরী হীরাবাঈ

ছবির উৎস, MEDIEVAL INDIAN HISTORY

ছবির ক্যাপশান, শাহজাদা প্রথম দর্শনেই প্রেমে পড়েছিলেন বলে মনে করেন অনেকে

এটা ছিল একেবারে ‘প্রথম দর্শনেই হওয়া প্রেম’। গল্পের মুখ্য ভূমিকায় ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব আলমগির, যিনি ৪৯ বছর ধরে ভারত শাসন করেছিলেন।

তার বাবা সম্রাট শাহজাহান তখন ছিলেন ভারতের শাসক এবং আওরঙ্গজেব ছিলেন ৩৫ বছর বয়সী শাহজাদা।

ঘটনার সূচনা হয়েছিল যখন আওরঙ্গজেব দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ভারতের ডাকান মালভূমির গভর্নর বা সুবেদার পদে অধিষ্ঠিত হওয়ার জন্য বুরহানপুর হয়ে আওরঙ্গবাদ যাচ্ছিলেন।

বুরহানপুর শহরটি বর্তমান ভারতের মধ্য প্রদেশের তাপতি নদীর ডান তীরে অবস্থিত।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...