যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াসির(১৫) নামে এক মাদ্রাসার শিক্ষার্থী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে, পৌর এলাকার কাওরিয়া রেল গেইট এলাকায় এদুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী ঝিকরগাছা পৌরসভার কাওরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থীর খালু সাংবাদিক আলতাফ হোসেন জানান, নিহত ওয়াসির যুগের কাঁচা পৌর এলাকার বেজিয়াতলা মাদ্রাসার নবম শ্রেণী শিক্ষার্থী।
আজ সকালে মাদ্রাছায় পরীক্ষা দিতে যাওয়ার পথে কাউরিয়া রেলগেট পার হওয়ার সময় বেনাপোলগামি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোতোয়ালি থানা থেকে একটা মেসেজ এসেছে আমাদের অফিসার সেখানে গেছে আমরা মেসেজের রিপ্লাই দিয়ে দিব। বিষয়টি তারা দেখবেন।