যশোরে কুইন্স হসপিটালের টেকনোলজিস্টকে অজ্ঞান করে চুরির ঘটনায় থানায় মামলা

যশোর শহরের জেল রোডে কুইন্স হসপিটালে মেডিকেল টেকনোলজিস্ট রিপা খাতুনকে (২৭) নাকে স্প্রে করে সোনার অলংকার, টাকা ও মোবাইল ফোনসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার ঘটনার দেড়মাস পর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

 

যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুরিয়া গ্রামের আব্দুস সালামের কন্যা রিপা মামলায় বলেছেন, তিনি বর্তমানে যশোর শহরের ঘোপ জেল রোডের একটি বাড়িতে ভাড়া থাকেন।তিনি গত ৭ এপ্রিল ডিউটি শেষে বিকেল সোয়া চারটারদিকে ভাড়াবাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে অজ্ঞাত কিছু লোকজনকে দেখতে পান। তারা তার কাছে গিয়ে কিছু ওষুধ বিক্রির কথা বলে। তিনি প্রথমে রাজি না হলেও পরে তাদের জোড়াজুড়িতে রাজি হন। সে সময় একজন তার নাকের কাছে একটি স্প্রে করে। সে সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে ওই ব্যক্তিরা তার শরীর থেকে ও পারস থেকে সোনার অলংকার, একটি মোবাইল ফোনসেট, নগদ ৩০ হাজার টাকাসহ ২ লাখ ৩৬ হাজার টাকার মালামাল লুট করে নেয়। তার পারসে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে যায়। পরে ওই বাড়ির ভাড়াটিয়ারা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কুইন্স হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা নিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ির লোকজনকে জানিয়ে কোতয়ালি থানায় অভিযোগ করেন। পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...