যশোরে চোরের হাতে তিনজন আহত, মামলার নির্দেশ

যশোর সদরের ওসমানপুর গ্রামে চোরের হামলায় অভিযুক্ত নয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার শালথা গ্রামের আখতারুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।

আসামিরা হলেন, সদর উপজেলার বহলনগর গ্রামের আলিম ও কাজল, শিমুল হোসেন, ওহিদুল ইসলাম, রকি, শাহিন হোসেন, হাসান, নাঈম হোসেন ও মামুন হোসেন।

আখতারুজ্জামান খান মামলায় উল্লেখ করেছেন, গত ৭ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে আসামি আলিম, শিমুল ও রকিকে পেয়ারা চুরির সময় তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়ভাবে শালিস করে বিষয়টি মিমাংশা হয়। এরপর ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দা, কোদাল ও লোহার রড নিয়ে উল্লিখিত আসামিরা পেয়ারা বাগানে গিয়ে আখতারুজ্জামান খানের ছেলে তৌহিদুর রহমান এবং তার সঙ্গী কামরুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তারা তৌহিদুর রহমানকে কোদাল দিয়ে কুপিয়ে জখম করেন। মারধর করা হয় কামরুজ্জামানকে। পরে খবর পেয়ে আখতারুজ্জামান খান সেখানে গেলে তাকে গলা টিপে হত্যার চেষ্টা এবং বাঁশের লাঠি দিয়ে মারধর করা হয়। পরে আহতের হাসপাতালে ভর্তি করা হয়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...