যশোরে ৩ নভেম্বার জেল হত্যা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের গাড়িখানা রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মিতিক্রমে সিদ্ধান্ত হয় জেলা হত্যা দিবস উপলক্ষে শুক্রবার বিকাল ৪টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার (এমপি)। এছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন এর নেতাকর্মী উপস্থিত থাকবেন।