যশোরে ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে জাবেদ আলী(৫৫) নামে কুষ্টিয়া জেলার এক শ্রমিক মারা গেছেন। তিনি যশোর থেকে ভুল ট্রেনে ওঠার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যাওয়ায় তিনি দুর্ঘটনার শিকার হন। আজ বুধবার বিকেলের দিকে যশোর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাবেদ আলী কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের মুন্দির মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত দিনমজুর জাবেদ কুষ্টিয়ায় যাওয়ার জন্যে মহানন্দা এক্সপ্রেসে চড়তে চেয়েছিলেন। এর আগে বেনাপোলগামী বেতনা ট্রেন স্টেশনে আসে। দ্রুত এসে তিনি ভুল ট্রেনে চড়ে বসেন। ওঠার পর বুঝতে পারেন এটি তার গন্তব্যের ট্রেন নয়। ততক্ষণে ট্রেন প্লাটফর্ম ছেড়েছে। তিনি চলন্ত ট্রেন থেকে রেলগেট এলাকায় (প্লাটফরম থেকে ৬০/৭০ গজ দূরে) নামার জন্যে লাফ দেন। এ সময় পা পিছলে ট্রেনের চাকার নীচে চলে গেলে তার শরীর দ্বিখণ্ডিত হয় এবং তিনি ঘটনাস্থলে মারা যান। পরে যশোর রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই মনোতোষ বিশ্বাস বলেন, আত্মীয়-স্বজনদের কোন অভিযোগ না থাকায় রেলওয়ে পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের আপন দুই ভাই আওলাদ বক্স ও মাওলা বক্সের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনা পরেই নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জাবেদ আলী হিসেবে শনাক্ত করেন জিআরপি পুলিশ।