যশোরের মনিরামপুর আঞ্চলিক সড়ক থেকে অগ্নিসংযোগের উপকরন এক বোতল পেট্রোল ও একটা পেট্রোলের খালি বোতল মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করেছে র্যাব। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে রাজারহাট-মনিরামপুর আঞ্চলিক সড়কের গাজী হোটেলের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটককৃতরা হলেন- যশোরের হামিদপুর গ্রামের জসিম মোল্লার ছেলে মাসুম বিল্লাহ (১৮) ও একই গ্রামের ইনসান আলী মোল্লার ছেলে রাজু আহম্মেদ (২৬)।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছে, রাতে রাজারহাট-মনিরামপুর সড়কে পন্যবাহী ট্রাকে অগ্নিসংযোগের প্রাক্কালে ২ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় এক বোতল পেট্রোল, সদ্য খালি করা একটি বোতল, এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।