যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু

 যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হচ্ছে আজ(বৃহস্পতিবার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) যশোরে এসছেন। তিনি আগামী বৃহস্পতিবার ও শুক্রবার, নিহত ২৭জন ও আহত ৬৩ জনের এবং সাক্ষীদের জিজ্ঞাসাবদসহ ঘটনাস্থল পরিদর্শন করবেন।

সূত্রে জানায়,আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতর স্বজন ও আহত এবং সাক্ষীদের জিজ্ঞাসাবদ করবেন। পরে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করবেন। একই দিন বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সমন্বয়ক, প্রতিনিধিবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এছাড়া শুক্রবার বাকি অংশ নিহত ২৭জন ও আহত ৬৩জনের এবং সাক্ষীদের জিজ্ঞাসাবদসহ ঘটনাস্থল পরিদর্শন করবেন। এদিন বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...