যশোরে ভোক্তা অধিকারের অভিযান ভেজাল কারখানায় জরিমানা 

Jessore map

সোমবার সকালে যশোর শহরের বড়বাজারের লোহাপট্টির পৌরসভার পুরাতন বাবলু এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানটির ডাল, গম, হলুদ ভাঙানো মেশিন ও কারখানা অন্যত্র সরিয়ে নিতে আদেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যশোর অধিদপ্তরের সুত্রে জানা গেছে লোহাপট্টিতে ভেজাল হলুদ, বেসনসহ নানা খাদ্য সামগ্রী তৈরী করে বাজারজাত করছেন। সোমবার ভোক্তা অধিকার সংরক্ষণ এর সদস্যরা অভিযান চালিয়ে বাবলু এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন।অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এবং এসময় তার সাথে পুলিশসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ যশোর অধিদপ্তরের আব্দুর রকিব সরদার অপুসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...