যশোর আইনজীবী সমিতির মহিলা সদস্যদের উদ্যোগে বসন্ত বরন উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত

যশোর জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবন চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠামেলা’। বুধবার সকালে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই মেলার উদ্বোধন করেন। বসন্ত বরন উপলক্ষে সমিতির মহিলা সদস্যরা এর আয়োজন করেন।

এই মেলা উপলক্ষে আইনজীবীদের মাঝেও ছিল উৎসাহ ও উদ্দীপনা। চিতই, রস পিঠা, পাকান, রস পাকান, কুলি, ভাপা, ভাপা কুলি, ভাজাকুলিসহ প্রায় ২০ রকমে রসালো সব পিঠার পসরা সাজিয়ে বসে ছিলেন মহিলা আইনজীবী সদস্যরা।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ , চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক এমএ গফুর, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, আব্দুল মোহায়মেন, রফিকুল ইসলাম পিটু, এম ইদ্রিস আলী, কাজী ফরিদুল ইসলাম, আবুল কালাম আজাদসহ নবীন-প্রবীন আইনজীবীদের পদচারনায় মুখরিত ছিল পিঠা উৎসব। এ সময় অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই পিঠা মেলায় আসেন আইনজীবী সদস্যরা।

মুনীরা রুবাইয়া মুন্নী, দৌলাতুন নেছা তরু, জান্নাতুল ফেরদৌস, শাহানাজ সুলতানা রিনা, সায়মা, ফারহানা ফেরদৌস, দেবশ্রী নেওয়ার, নারগীস নাহার, রিমা ইসলাম, রিনা আখতার মিলি, সুলতানা মেহের নিগার সাকী, নাসিমা আখতার রুবি, সেজুতি সাজনিনসহ সমিতির মহিলা সদস্যরা অতিথিদের স্বাগত জানান এবং পিঠা দিয়ে আপ্যায়িত করেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...