যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে মামলা”প্রত্যাহারের দবিতে বুধবার দুপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে জাতীয় শ্রমিক লীগ যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার সহ-সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতিকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে। অ্যাডভোকেট মুকুল একজন চাঁদাবাজ, তোলাবাজ, টাউট আইনজীবী হিসাবে পরিচিত। অবিলম্বে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং অ্যাডভোকেট মুকুলের পিপি পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।