যশোর শহরের শংকরপুর হারান কলোনীর একটি বাড়ির মধ্যে ঢুকে ৩০ হাজার টাকা চুরির অভিযোগে মারুল হোসেন রনি (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে আনসার ক্যাম্প পানির ট্যাংকি এলাকার ইউসুফ আলীর ছেলে।
এই ঘটনায় রাজু (২৬) নামে অপর এক আসামি পালিয়ে যায়। সে চোপদারপাড়া আকবরের মোড়ের বিশ্বাস পাড়ার টিটু বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া।
হারান কলোনীর লিটন সরদারের স্ত্রী সালেহা খাতুন (৪০) এজাহারে উল্লেখ করেছেন, ২১ মে ভোর ৬টার দিকে তার শাশুড়ি বাথরুম থেকে ঘরের দিকে ফেরার সময় রনিকে দেখতে পায়। তিনি জিজ্ঞাসা করলে বলে একটি কাজে এসেছি বলে চলে যায়। পরে তার স্বামী খাটের পাাশে রাখা জামার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা নেই। পরে তিনি পাশের বাড়ির একটি সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি চিনতে পারেন। ওইদিন রাত ৯টার দিকে জানতে পারেন- টিবি ক্লিনিক এলাকায় আসামি রনিকে লোকজন আটকে রেখে গণপিটিুনি দিয়েছে। তিনি সংবাদ পেয়ে সেখানে যান এবং সে চুরির কথা স্বামীর করে। তার সহযোগির নামও বলে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনিকে আটক করে।