যে উদ্দেশ্যে ৫৯ বছর পর চালু হলো রাজশাহী – মুর্শিদাবাদ নৌপথ

নৌ বন্দর

ছবির উৎস, ANOWAR ALI

ছবির ক্যাপশান,

রাজশাহীর সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়া পর্যন্ত চালু হওয়া নৌ পথ

বাংলাদেশের রাজশাহী থেকে ভারতের মুর্শিদাবাদে নৌ পথের একটি রুট ৫৯ বছর পর আবারো চালু হয়েছে। সোমবার বাংলাদেশ ও ভারতের মধ্যে সুলতানগঞ্জ-মায়া নৌপথটি উদ্বোধন করা হয়।

এখানে একটি নৌ বন্দরও চালু করা হবে বলে জানানো হয়েছে।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর থেকে এই নৌ পথটি বন্ধ করে দেয়া হয়েছিল। এখন দুই দেশের বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করে এ নৌ-পথ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ।

তবে, ব্যবসায়ীরা বলছেন, বন্দরকে ঘিরে অবকাঠামোগত যেসব সমস্যা রয়েছে সেগুলোর দ্রুত সংস্কার না করলে সুফল পাওয়া যাবে না।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...