যে সব খাতে বিনিয়োগ করলে আপনাকে আয়কর কম দিতে হবে

আয়ের একটি অংশ বিনিয়োগ বা দানের মাধ্যমে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

আয়ের একটি অংশ বিনিয়োগ বা দানের মাধ্যমে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে।

চলতি অর্থ বছরে বাংলাদেশের কোনও নাগরিক যে আয় করেছেন তার ওপর রিটার্ন দাখিল করতে হবে ৩০শে নভেম্বরের মধ্যে। আর গত ৩০শে জুনের মধ্যে যারা আয়ের একটি অংশ বিনিয়োগ বা দান করেছেন তারা এবার কর রেয়াত সুবিধা পাবেন।

কর রেয়াত বলতে কর কমানো বা কর কম দেয়াকে বোঝায়। বিনিয়োগ বা দান হল কর রেয়াতের বৈধ উপায়।

প্রতি বছর জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত এই ১২ মাসের আয়ের ওপর কর বসে। এই সময়ের মধ্যে বিনিয়োগ করলে কর রেয়াত পাওয়া যায়।

জাতীয় রাজস্ব বোর্ড অনুমোদিত নির্ধারিত কয়েকটি খাতে বিনিয়োগ এবং দানে উৎসাহিত করার জন্য সরকার ওই সমস্ত বিনিয়োগ এবং দানের উপর এই ছাড় দিয়ে থাকে। যার মাধ্যমে করের পরিমাণ বহুলাংশে কমানো যায়।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *