রংপুর বিভাগের ৩ জেলার স্কুল বন্ধ ঘোষণা

উত্তরের জনপদে তীব্র শীতে স্কুলে যেতে কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে বেকায়দায়। শীত উপেক্ষা করে তাদের স্কুলে যেতে হত।

এ অবস্থায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুর বিভাগের তিন জেলার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলাগুলো হচ্ছে- কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড়। তবে মাধ্যমিকে এখনও সিদ্ধান্ত হয়নি।

কনকনে শীতে সারা দেশের মতো রংপুর বিভাগও কয়েকদিন থেকে কাঁপছে। এছাড়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাপমাত্রা ৮ ডিগ্রি সেলিসিয়াস থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছিল। প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অভিভাবকরা। এ অবস্থার রংপুর বিভাগের তিন জেলার প্রায় সাড়ে তিন হাজার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শীতজনিত পরিস্থিতি উন্নতি হলে স্কুল খোলার নির্দেশ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, শীতের তীব্রতার কারণে দিনাজপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম আব্দুল মতিন লস্কর বলেন, মাধ্যমিকে এখন পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *