রাশিয়ায় ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মৃত্যুদণ্ড বেড়েই চলছে

ওলেক্সান্ডার মাতসিয়েভস্কি এখন ইউক্রেনের একজন আইকনিক ব্যক্তিত্ব

ছবির উৎস, Facebook

ছবির ক্যাপশান, ওলেক্সান্ডার মাতসিয়েভস্কি এখন ইউক্রেনের একজন আইকনিক ব্যক্তিত্ব

রাশিয়া ইউক্রেন পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর প্রথম বছর ইউক্রেনীয় স্নাইপার ওলেক্সান্ডার মাতসিয়েভস্কি রুশ সেনাদের হাতে বন্দি হয়েছিলেন। পরে একটি ভিডিওতে দেখা যায় জঙ্গলে কবরের পাশে বসে তিনি তার জীবনের শেষ সিগারেটটি খাচ্ছেন, যেটি তাকে খনন করতে বাধ্য করা হয়েছিল।

যারা তাকে আটক করেছিলেন তাদেরকে ওলেক্সান্ডার বলছিলেন ‘তিনি ইউক্রেনের গৌরব’। এর কিছুক্ষণ পর গুলির শব্দ বেজে ওঠে এবং সে মারা যায়।

তার এই মৃত্যুদণ্ড অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা।

চলতি বছরের অক্টোবরে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে রুশ বাহিনীর হাতে আটক নয়জন ইউক্রেনীয় সৈন্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...