লেবাননে হেজবুল্লাহ ডিভাইস বিস্ফোরণ, যে ছয়টি প্রশ্ন তৈরি হয়েছে

বিস্ফোরণ হওয়া পেজার

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান, বিস্ফোরণ হওয়া পেজার

লেবাননে দুটি আলাদা ঘটনায় হাজার হাজার পেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হওয়ায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার নানা ব্যাখ্যা এখন একত্রিত করা হচ্ছে।

লেবাননের হেজবুল্লাহ, যাদের সদস্য ও যোগাযোগ ব্যবস্থার ওপর এই হামলা চালানো হয়েছে তারা এর পেছনে ইসরায়েলকে দোষারোপ করেছে – যদিও ইসরাইল এখনও কোনো মন্তব্য করেনি।

বিবিসি এই তথ্য অনুসন্ধানে তাইওয়ান থেকে জাপান, হাঙ্গেরি, ইসরায়েল এবং পুনরায় লেবাননে গিয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...