শরীরে জ্বর থাকলে জানিয়ে দেবে ফোন

হোল পাঞ্চ ডিসপ্লের নতুন দুই ফাইভজি ফোন আনল অনর। মডেল অনর প্লে অনর প্লে ফোর প্রো। এই দুই নতুন ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ফাইভজি কানেক্টিভিটি। এছাড়াও থাকছে ফাস্ট চার্জিং। বিশেষে ভেরিয়েন্টে এই ফোনের পিছনে এআই ক্যামেরার মাধ্যমে মানুষের শরীরের তাপমাত্রা মাপা যাবে।

ডুয়াল সিমের অনর প্লে ফোর অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে ৬.৮১ ইঞ্চির ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক প্রসেসর, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গেই থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ফাইভজি, ফোরজি, এলটিই, ওয়াইফাই। ব্যাকঅ্যাপের জন্য রয়েছে ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ব্যাটারির সঙ্গেই এই ফোনে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে।

 

সূত্র: ঢাকা টাইমস

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *