শিক্ষার্থীরা আদালত থেকে ন্যায় বিচার পাবে, হতাশ হবে না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবির উৎস, PMO

ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সবার প্রতি অনুরোধ করে বলেছেন, “আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, হতাশ হবেনা”।

যারা নিহত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, ”সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে।”

“আদালত শিক্ষার্থীদের কোন বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে”।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া আট মিনিটের ভাষণে তিনি আরও বলেছেন কোটা নিয়ে আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডসহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সেসব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...