শিশুরা বুড়োদের মতো হয়ে যায় যে রোগে

বায়জিদ শিকদার: চার বছর বয়সেই বৃদ্ধ মানুষের মতো উপসর্গ ছিল তার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

বায়জিদ শিকদার: চার বছর বয়সেই বৃদ্ধ মানুষের মতো উপসর্গ ছিল তার

বয়স মাত্র কয়েক বছর, অথচ বিরল এক রোগের কারণে দেখতে বৃদ্ধ মানুষের মতো হয়ে যায় শিশুরা। অল্প বয়সেই বুড়িয়ে যাওয়ার এই রোগ প্রোজেরিয়ার নিরাময়যোগ্য কোনো চিকিৎসাও নেই।

বলিউডে ২০০৯ সালে ‘পা’ সিনেমার মুক্তির পর এই রোগটি বেশ আলোচনায় আসে। বাংলাদেশেও এই রোগটির অস্তিত্ব রয়েছে।

বাংলাদেশের মাগুরায় ২০১৬ সালে শিশু বায়জিদ শিকদারের মধ্যে এমন উপসর্গ দেখা গিয়েছিল। তখন তার বয়স মাত্র চার বছর থাকলেও দেখতে একজন বৃদ্ধ মানুষের মতোই ছিল সে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বায়জিদ শিকদার।

এরপর ২০১৮ সালে হবিগঞ্জে ১১ বছর বয়সী নীতু আক্তারের মধ্যে প্রোজেরিয়ার উপসর্গ দেখা যায়। নীতু আক্তারের মা জ্যোৎস্না বেগম বিবিসি বাংলাকে জানান, বর্তমানে নীতুর বয়স ১৪ বছর। তবে আগের চেয়ে তার মেয়ের শারীরিক অবস্থা এখন আরো খারাপ হয়েছে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...