সতেরো ওভারেরও বেশি হাতে রেখেই বাংলাদেশকে সহজে হারাল পাকিস্তান

ইডেনে টানা দ্বিতীয় হারের পর বিমর্ষ ও বিধ্বস্ত সাকিব আল হাসান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান,

ইডেনে টানা দ্বিতীয় হারের পর বিমর্ষ ও বিধ্বস্ত সাকিব আল হাসান

  • Author, শুভজ্যোতি ঘোষ
  • Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা

বিশ্বকাপ ক্রিকেটে কলকাতার ইডেন গার্ডেন্সে মঙ্গলবার পাকিস্তান সাত উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে পাকিস্তানকে জেতার জন্য ২০৫ রানের সহজ টার্গেট দিলে তারা ৩২ ওভার ৩ বলে মাত্র তিন উইকেট হারিয়েই সেই লক্ষ্যে পৌঁছে যায়।

ওপেনিং জুটিতে আবদুল্লাহ শফিক (৫৮) ও ফখর জামান (৮১) ২১ ওভারে ১২৮ রান তুলে নিতেই বাংলাদেশের বড় হার একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। ফখর জামান প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন।

এরপর মেহেদি হাসান মিরাজ দুই ওপেনার ও তিন নম্বরে আসা বাবর আজমকে (৯) পরপর তুলে নিলেও তাতে বাংলাদেশ কখনোই ম্যাচে ফিরে আসতে পারেনি।

মিরাজ শেষ পর্যন্ত ৯ ওভার বল করে ৬০ রানে তিনটি উইকেট নিয়েছেন।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *