‘সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ প্রথম দিন: ‘লংমার্চ টু ঢাকা’: নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা

ঢাকায় মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

অনেক ব্যবহারকারী জানাচ্ছেন, তারা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে করতে পারছেন না।

বিটিআরসির একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, আপাতত ঢাকা শহর এলাকায় ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। তবে ব্রডব্যান্ডের সেবা চালু থাকবে।

তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটকসহ কয়েকটি অ্যাপ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ফোরজি ও থ্রিজি সেবা মানে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এই সেবা বন্ধ থাকলে মোবাইলে টুজি সেবায় শুধুমাত্র এসএমএস ও কল করার সুবিধা পাওয়া যায়।

ইন্টারনেট সেবা কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এ বিষয়ে ওই কর্মকর্তা কিছু জানাতে পারেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ই জুলাই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

পরিস্থিতির আরো অবনতি হলে পরদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর পাঁচদিন পর ২৩শে জুলাই সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। পরবর্তীতে ২৮শে জুলাই মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়।

যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ব্যবহার করা যায়নি।
পরে ৩১শে জুলাই ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরে।

ঢাকায় মোবাইলের ফোরজি ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে
ছবির ক্যাপশান, ঢাকায় মোবাইলের ফোরজি ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...