সাবেক আইজিপি বেনজীর আহমেদ: পদে থাকলে ক্ষমতাবান কর্তা ব্যক্তিদের দুর্নীতির তথ্য কেন আড়ালে থাকে?

সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরু্ধে অবসরের পর দুর্নীতির নানা অভিযোগ উঠলেও দায়িত্বরত অবস্থায় এসব সামনে আসেনি।

ছবির উৎস, BENAZIR AHMED FACEBOOK PAGE

ছবির ক্যাপশান, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরু্ধে অবসরের পর দুর্নীতির নানা অভিযোগ উঠলেও দায়িত্বরত অবস্থায় এসব সামনে আসেনি।

বাংলাদেশে দুর্নীতি দমনে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন বা দুদক গঠন করা হলেও দুর্নীতি রোধে তা কতখানি কার্যকর সেটি এখন নানা আলোচনা চলছে। গণমাধ্যমে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসার পর দুদককে বেশ তৎপরতা দেখা যাচ্ছে।

তবে প্রশ্ন উঠেছে, ক্ষমতাশালী বা সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন তাদের বিরুদ্ধে দুদকের তেমন তৎপরতা কেন দেখা যায় না?

জবাবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ব্যক্তিরা যখন দুর্নীতি করেন, তখন অনেকেই সরকারের প্রশ্রয়ে দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ড করে থাকে বলেই দুদক এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে খুব একটা সাহস পায় না।

দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা-টিআইবির নির্বাহী পরিচালক, ড. ইফতেখারুজ্জামান বিবিসি বাংলাকে বলেন, “তখন দুদকের মতো প্রতিষ্ঠান চাইলেও সেদিকে হাত দিতে পারতো না। কারণ তখন সেখানে হাত দিলে হাতই পুড়ে যেতো।”

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...