আড়াই মাসের বেশি সময় পর রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হচ্ছে। তবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ৩০শে
সেপ্টেম্বর থেকে।
গত ১২ই সেপ্টেম্বর
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে ডিনস কমিটির সুপারিশের
আলোকে ওই সভায় ২২শে সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরুর
সিদ্ধান্ত নেয়া হয়।
সরকারি চাকরিতে কোটা
সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে
ডাকা কর্মসূচির কারণে গত পহেলা জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম
প্রায় বন্ধ ছিল।
পরে সাতই জুলাই থেকে শিক্ষার্থীরা
ক্লাস-পরীক্ষা বর্জন করেন।
কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে উদ্ভূত পরিস্থিতিতে ১৭ই জুলাই আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
এর আগে গত দোসরা জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হয়। ছুটি শেষে পহেলা জুলাই ক্লাস শুরুর কথা থাকলেও কোটা আন্দোলনের
কারণে তখন থেকে ক্লাস বন্ধ ছিল।
সে হিসেবে ১১২ দিন বন্ধ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস
শুরু হল।