২০০৮ সালের পর নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মতো সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ৮৬ রানে জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এর পর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড।
প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের তৃতীয় ওয়ানডের জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে।
এর আগে বিসিবি জানিয়েছিল, সিরিজের শেষ ওয়ানডে খেলবেন না লিটন দাস। এ কারণে ওই ম্যাচে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া বিশ্রামে থাকবেন ওপেনার তামিম ইকবালও।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।