সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি জাহাজ এমভি আব্দুল্লাহ উদ্ধারে অভিযান প্রস্তুতি, দুই দস্যু আটক এবং সর্বশেষ তথ্য

জলদস্যুদের একটি দল নৌকায় করে অভিযানে যাবার প্রস্তুতি নিচ্ছে (ফাইল ছবি)

ছবির উৎস, AFP

ছবির ক্যাপশান,

জলদস্যুদের একটি দল নৌকায় করে অভিযানে যাবার প্রস্তুতি নিচ্ছে (ফাইল ছবি)

বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর দখল নেয়ার কয়েকদিন পর এসে অনেকটাই বেপরোয়া হয়ে উঠেছে সোমালি জলদস্যুরা। এতদিন জিম্মি নাবিকদের পরিবারের সাথে যোগাযোগসহ ও অন্যান্য কিছু সুবিধা দিলেও গত দুই দিনে তারা সেটিও বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার।

নাবিকরা তাদের পরিবারকে জানিয়েছেন, জলদস্যুরা জাহাজে থাকা খাবার শুধু খাচ্ছেই না, সেগুলো নষ্টও করছে। এটি দুশ্চিন্তার কথা জানান জিম্মি নাবিকরা।

জিম্মি থাকা ইঞ্জিন ক্যাডেট আইয়ুব খানের সাথে তার বড় ভাই ওমর ফারুকের সর্বশেষ কথা হয় দু’দিন আগে।

ওমর ফারুক মঙ্গলবার বিবিসি বাংলাকে জানান, তখন সে জানিয়েছিলো জলদস্যুরা প্রতিদিন প্রায় একশো জনের খাবার নষ্ট করছে। এ অবস্থা চলতে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই বড় সংকটে পড়তে হবে তাদের।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...