স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নিরহ ছাত্র হত্যাকারী হাসিনার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে যশোর জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। আজ দুপুরে শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মণিহারে গিয়ে শেষ হয়।
বিক্ষোভের নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, ছাত্রদলের সভাপতি রাজিউর রহমান সাগর, সেক্রেটারি কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ আরো অনেকে। এদিকে আজ বিকালে একই দাবিতেবিক্ষোভ করবে জেলা স্বেচ্ছাসেবক দল।
এসময় নেতৃবৃন্দ বলেন, একটি পতিত স্বৈরাচার সরকারকে পুনবার্সন করার চেষ্টা বাংলার জমিনে কখনো সফল হতে দেবে না। ভবিষ্যতে কেউ এ রকম করলে হাসিনার মত তাকে উৎপাটন করা হবে।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

Loading...