হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের মধ্যে চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি। সংগঠনের বর্তমান ও সাবেকসহ শতাধিক নেতা নিজ নিজ দলের হয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে- জাতীয় সংসদ নির্বাচনে কাউকে সমর্থন দেবে না হেফাজতে ইসলাম। নেতারা দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নিলে তাতেও বাধা দেওয়া হবে না।
হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি কেফায়াতুল্লাহ আজহারীর দাবি- হেফাজতে ইসলামে অনেক রাজনৈতিক দলের নেতা আছেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এটা তাদের দলীয় ও ব্যক্তিগত বিষয়। এটার সঙ্গে হেফাজতে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই।
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাটহাজারীর বিভিন্ন জায়গায় নিয়মিত গণসংযোগ করছি। নির্বাচনের সব প্রস্তুতি আমাদের আছে।
নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের এক নায়েবে আমির বলেন, জাতীয় সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিয়ে রাখছি। তবে সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর। পরিস্থিতি অনুকূলে থাকলে নির্বাচনে অংশগ্রহণ করব। জানা যায়, নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছেন এমন হেফাজতে ইসলামের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলামের উপদেষ্টা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ‘সদর’ আল্লামা জিয়াউদ্দিন, খেলাফত মজলিসের সাবেক সভাপতি আল্লামা মুহাম্মদ ইসহাক, খেলাফত মজলিশ আমির মাওলানা আবদুল বাসেত আজাদসহ কয়েকজন। ২০২ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র নায়েবে ও খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। নায়েবে আমিরের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসনাত কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনে মহাসচিব মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিবের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মাওলানা নাছির উদ্দিন মুনির, খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, খেলাফত আন্দোলনের মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদরিস, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিবদের মধ্যে রয়েছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাসেমী, মাওলানা আতাউল আমিন, আইন বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাহীনুর পাশা, কেন্দ্রীয় নেতা জমিয়ত সহসভাপতি নায়েবে আমির আবদুর রউফ ইউসুফী, আবদুল বাসেত আজাদসহ সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ের কমপক্ষে ৯০ জন নেতা। এ ছাড়া বিগত সময়ে হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এমন নেতারাও নিজ নিজ এলাকা থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এমন নেতা রয়েছেন কমপক্ষে ২০ জন। তার মধ্যে অন্যতম হচ্ছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী, মাওলানা ইয়াসিন হাবিব, মুফতি আবদুল কউয়ুম, শেখ লোকমান হোসেন, জমিউয়ত উলামায়ে ইসলামের নায়েবে আমির আবদুল হামিদ পীর সাহেব মুধুপুর, কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন, গাজীপুর সেক্রেটারি ফজলুর রহমান।
source: bd protidin