বুধবার (০৮ মে) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
তিনি জানান, ১৯ জনকে এক সপ্তাহ থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও নয়জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ একজনকে শিশু আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধের পাঁচজনকে শাস্তি না দিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করার নির্দেশনা দিয়েছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩৯ উপজেলায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারে এমন রায় দেন তারা।