আরও একটি ইনিংস, আরও একবার ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। দ্বিতীয় সারির ভারতের বিপক্ষেও আজ আগে ব্যাট করতে নেমে ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সাকিব আল হাসান (৮০) ও তাওহিদ হৃদয়ের (৫৪) জোড়া ফিফটি দলের রানটাকে দুই শ’র কাছাকাছি নিয়ে যায়। ভারতের সঙ্গে লড়াইয়ের মতো স্কোর এসেছে আসলে লোয়ার অর্ডারের সৌজন্যে। নাসুম আহমেদ (৪৪), শেখ মেহেদী হাসান (২৯) ও অভিষিক্ত তানজিম হাসানের (১৪) ব্যাটে ভর করে শেষ পর্যন্ত বাংলাদেশ তুলেছে ৮ উইকেটে ২৬৫ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুর।
আজকের ম্যাচটায় দুই দলেই কিছু পরিবর্তন প্রত্যাশিতই ছিল। খেলাটা এশিয়া কাপের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে হলেও এ ম্যাচ থেকে বাংলাদেশের পাওয়ার কিছু নেই বললেই চলে। টুর্নামেন্ট থেকে যে আগেই ছিটকে গেছে সাকিবের দল। তাই শেষ ম্যাচটায় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার অপ্রত্যাশিত সুযোগ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। মূল পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে বিশ্রাম দিয়ে দলে ফিরিয়ে আনা হয় মোস্তাফিজুর রহমানকে।
দ্বিতীয় পেসার হিসেবে অভিষেক হয় তানজিম হাসানের। ৯ মাস পর দলে ফেরেন এনামুল হকও। শেখ মেহেদী হাসান ও ওপেনার তানজিদ হাসান আজকের ম্যাচটা খেলছেন। ওদিকে পাঁচটি পরিবর্তন এনে একাদশ নামিয়েছে রোহিত শর্মার দলও। অভিষেক হয়েছে তিলক বর্মার।