কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার ১০টি পাঠাগারে প্রথম আলো ট্রাস্ট ও বিকাশের উদ্যোগে বই উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে জেলার ডায়াবেটিস হাসপাতাল মোড়ে প্রগতি সংসদ হলরুমে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন এই বই উপহার কার্যক্রমের উদ্বোধন করেন।
বই পাওয়া পাঠাগারগুলো হলো কুড়িগ্রাম সদর উপজেলার দিশারী পাঠাগার, ওরাকল পাঠাগার, যতিনেরহাট সারথি গণপাঠাগার, বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়াল পাঠাগার, প্রগতি সংসদ পাঠাগার, উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সচেতন শিক্ষার্থী সংঘ পাঠাগার, সাতভিটা গ্রন্থনীড়, বন্ধু পাঠাগার, রাজারহাট উপজেলার গ্রন্থকুঠির পাঠাগার ও ফুলবাড়ী উপজেলার বীরপ্রতীক বদরুদ্দোজা স্মৃতি পাঠাগার। এ সময় প্রতিটি পাঠাগারকে ৩০০টি করে বই উপহার দেওয়া হয়। প্রথম আলোর কুড়িগ্রাম বন্ধুসভা এই বই বিতরণ কার্যক্রমের আয়োজন করে।