যশোরে চাকরির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাংবাদিককে হত্যার হুমকি

jessore map

চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের কাজ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠা ‘অর্থ প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করার কারণে সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক কাজল বিশ্বাস। এমন অভিযোগ করে যশোর কোতোয়ালী মডেল থাকায় জিডি করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

বুধবার (১১ অক্টোবর) এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম এই জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, ‘অর্থ প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান চাকরির কথা বলে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।

এজন্য অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে ডিবিসি নিউজের যশোর প্রতিনিধি সাকিরুল কবির রিটন ও গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ইমাম হাসান রুবেলকে সাথে নিয়ে এক সপ্তাহ ধরে আমি ‘অর্থ প্রাইভেট লিমিটেড’র আউটসোর্সিংয়ে চাকরির নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে জেলার কেশবপুর, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা থেকে তথ্য সংগ্রহ করি। এ সময় জানতে পারি, ‘অর্থ প্রাইভেট লিমিটেড’র কর্মকর্তা-কর্মচারীগণ আউটসোর্সিংয়ে চাকরির নামে অসহায়, গরীব, প্রতিবন্ধীসহ অনেক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধান চলাকালে বুধবার সন্ধ্যায় দুইটা নাম্বার থেকে ফোন করে নিজেকে ‘অর্থ প্রাইভেট লিমিটেড’র মালিক কাজল বিশ্বাস বলে পরিচয় দেন। তিনি আমাকে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করতে ও প্রতিবেদন তৈরি করিতে নিষেধ করেন।

এ কথায় রাজি না হওয়ায় কাজল বিশ্বাস আমাকে বিভিন্ন ধরনের হুমকি দেয়াসহ জীবননাশের হুমকি দেন। এরপরে আবারো আরেকটি নাম্বার থেকে ফোন দিয়ে বলেন ‘আমি মন্ত্রীর ভাগনে তন্ময় কুন্ডু বলছি, মণিরামপুর থেকে, অর্থ প্রাইভেট লিমিটেডের বিষয়ে যে অনুসন্ধান করছেন তা বন্ধ করেন, তা নাহলে আপনার বড় ধরনের ক্ষতি হবে’।

Source link

এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেইসবুক পেজটি লাইক দিন এবং এই রকম আরো খবরের এলার্ট পেতে থাকুন

 আরো পড়তে পারেন:  

আরো পড়তে পারেন:  কোরবানির ঈদের দিন ভারি বৃষ্টি হবে যে সব এলাকায়
যশোরে শুকুর হত্যার অভিযোগে ফন্টু-বিপুল-শাহীসহ ১০জনের বিরুদ্ধে মামলা
/ সব খবর
Loading...
আরো পড়তে পারেন:  কাসেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীতে হামলা, ঘাতকদের কঠোর হুশিয়ারি দিল ইরান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *