বাংলাদেশী নাজমুল হাসানাত বাবু(৬৬) নামের এক ড্রাইভারের ভারতের পেট্রাপোল স্থলবন্দরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে বেনাপোল চেকপোষ্ট সুত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়,বুধবার(১১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশী ঐ ট্রাক ড্রাইভার (ট্রাক নাম্বার ঢাকা মেট্রো ট-১৮-৩০৫৩) এর মৃত্যু হয়। পাটজাত পণ্য বোঝাই ট্রাক নিয়ে সে পেট্রাপোল স্থলবন্দরে প্রবেশ করে।
মৃত ড্রাইভার নাজমুল হাসানাত বাবু’র বাড়ী যশোর জেলার ঝিকরগাছা পৌরসভার ১নং ওয়ার্ডে,সে মৃত ওলিয়ার রহমান সরদার’র ছেলে।
যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে সূত্রটি জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনও হস্তান্তর করেনি ভারত। লাশ হস্তান্তর না করায় বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।