যশোরের মনিরামপুরে উদয় সংকর বিশ্বাস (৪৮) নামে যুবলীগের এক নেতা দুর্বৃত্তদের গুলিতে
নিহত হয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পাঁচাকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় সংকর পাঁচাকড়ি গ্রামের রনজিৎ বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয়রা জানান, টেকারঘাটে প্রতিদিন ভোরে বাজার বসে। বিশেষ করে ফজরের নামাজের পরপরই এখানে মাছ বাজার জমে ওঠে। আজ সোমবার ভোরে উদয় সংকর ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বৈকালী সড়কে এলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয় সংকর। পেছন দিক থেকে উদয় সংকর বিশ্বাসকে গুলি করা হয়েছে।
স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয়কে মৃত ঘোষণা করেন।
সম্প্রতি পাঁচাকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় সংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩টি নিয়োগ সম্পন্ন হয়েছে।
থানা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু বলেন, ‘উদয় সংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
মনিরামপুরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। যেহেতু লাশ খুলনার হাসপাতালে তাই এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে গুলিতে নিহত হয়েছেন উদয়। বিস্তারিত পরে জানানো হবে। লাশের ময়নাতদন্ত হবে।